নিউটনের গতিসূত্র
-১
বিজ্ঞানী নিউটন তিনটি
গতিসূত্র প্রধান করেন ।যথাঃ-
প্রথম সূত্রঃ বাহ্যিক বল প্রয়োগ
না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে ।
দ্বিতীয় সুত্রঃ
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের
সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেদিকে ঘটে ।
তৃতীয় সুত্রঃ
প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে
।
প্রথম
সূত্রের ব্যাখ্যাঃ প্রথম সূত্র থেকে দুইটি বিষয়ে ধারণা পাওয়া যায়। যথাঃ-
১.জড়তা ও ২. বল
জড়তা
প্রত্যেক বস্তুই যে অবস্থাইয় আছে
সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে । বস্তু স্থির থাকলে স্থির
থাকতে চায় আর গতিশীল থাকলে চিরকাল গতিশীল ।তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল
বস্তু কেন গতিশীল থাকেনা ? হ্যাঁ স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু অবশ্যই গতিশীল
থাকতো যদি বাইরে থেকে বল বা বাধা প্রয়োগ না করা হতো । এখন
পশ্ন হচ্ছে
সাইকেলে বল প্রয়োগ করে গতশীল করে ছেড়ে দিলে কিছু দূরে গিয়ে থেমে যায় কেন ?? এখানে
কে বাধা দেয়????
সাইকেল কিছুক্ষণ গতিশীল থেমে যায় এর কারন হচ্ছে ঘর্ষণ বল
।
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে
থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের
স্পর্শ তলে এ গতির বিরুদ্ধে একটা বাধার
উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে ।আর এ বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল
বলে ।
সাইকেল যখন চলতে থাকে তখন এর
চাকা গুলো ঘুরতে থাকে । ঘূর্ণনের সময় চাকা গুলো রাস্তার সাথে ঘর্ষণ খায় ফলে, একটা
বাধার সৃষ্টি হয় । এজন্য সাইকেল আস্তে আস্তে থেমে যায় । যদি এ ঘর্ষণ বল এড়ানো
সম্ভব হতো তাহলে গতিশীল বস্তু গতিশীল থাকতো ।
জড়তা দুই ধরনের ।যথাঃ- স্থিতি জড়তা ও গতি জড়তা
স্থিতি জড়তাঃ স্থিতিশীল
বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে
ধর্ম তাকে স্থিতি জড়তা বলে ।
উদাহরণঃ
Ø থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কারণ বাস ও মানুষের সমস্ত শরীরে স্থির থাকে ।হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে শরীরের নিচের অংশ গতিশীল হয় কিন্তু জড়তার জন্য শরীরের উপরের স্থির থাকে ফলে শরীর পিছনের দিকে হেলে পড়ে ।
Ø ঝুলন্ত কম্বল থেকে ধুলিবালু ছাড়ানো, যখন কম্বল স্থির অবস্থায় ঝুলন্ত থাকে তখন ধুলিবালু গুলো স্থির থাকে। যখন কম্বলে আঘাত করা হয় তখন কম্বল গতিশীল হয় কিন্তু কম্বলে থাকা ধুলিবালু জড়তার কারনে স্থির থাকে ফলে মাটিতে পড়ে যায় ।
Ø গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর পাথর রেখে টোকা দিলে পাথরটি গ্লাসে পড়ে যায় কারণ স্থিতি জড়তা।
গতি
জড়তাঃ গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা
বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতি জড়তা বলে। উদাহরণঃ
µ চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কারণ
গতি জড়তা। চলন্ত বাসের সাথে যাত্রীরা ও একই গতি প্রাপ্ত হয় । বাস হঠাৎ থেমে গেলে
বাসের সাথে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয় কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশ
সামনের দিকে ঝুঁকে পড়ে ।
µ চলন্ত রকেটে উপরের দিকে বল নিক্ষেপ করলে বল হাতে এসে পড়ে
কারণ চলন্ত রকেটের সাথে বলটিও একই গতি প্রাপ্ত হয় । যখন বল উপরের দিকে নিক্ষেপ করা
হয় তখন গতি জড়তার জন্য বলটি সামনে এগিয়ে যায় ফলে বলটি আবার হাতে এসে পড়ে ।
µ চলন্ত বাস থেকে নামার সময় যাত্রীরা সামনের দিকে পড়ে যেতে চান কারণ
চলন্ত বাসের ভিতরে যতক্ষণ থাকেন ততক্ষণ বাস ও যাত্রী একই গতিতে থাকেন ।যখন বাস
থেকে মাটিতে নামেন তখন নিচের অংশ স্থির হয় কিন্তু গতি জড়তার জন্য উপরের অংশ সামনের
দিকে পড়ে যেতে চান ।
বলঃ
যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর
ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে ।
ট্রেনের ছাদে থেকে একটি বল উপরের দিকে ছুড়ে দিলে বল কি হাতে আসবে?
উত্তরমুছুনবলটি হাতে ফিরে আসা নির্ভর করবে ট্রেনের গতি, বস্তুটির নিক্ষিপ্ত গতি এবং বায়ুর বাধার উপর ।
উত্তরমুছুন