এই ব্লগটি সন্ধান করুন

newton লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
newton লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

গতিবিদ্যা কি -৩ ?

নিউটনের গতিসূত্র -
নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আমরা সবাই জানি ।আজকে আমরা এর মৌলিক বিষয় সম্পর্কে জানবো
তৃতীয় সুত্রঃ প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।
ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে,
F1 = -F2....................................(১)





ক্রিয়া- প্রতিক্রিয়া কি ?
ক্রিয়া- প্রতিক্রিয়া বলতে এখানে প্রয়োগ কৃত দুইটি বলের কথা বলা হয়েছে।বল দুইটি অবশ্যই সমান কিন্তু বিপরীতমুখী ।যতক্ষণ ক্রিয়া বল থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া বল থাকবে । ক্রিয়া বল থেমে গেলে প্রতিক্রিয়া বল ও থেমে যাবে ।যেখানেই বল প্রয়োগ করা হবে সেখানেই প্রতিক্রিয়া সৃষ্টি হবে ।আমাদের দৈনন্দিন জীবনে ক্রিয়া- প্রতিক্রিয়ার প্রয়োগ অসংখ্য । রাস্তা দিয়ে হেঁটে যায় এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ।নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে নামা , মাটির ওপর দাড়িয়ে থাকা ইত্যাদি আরো অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনে বিদ্যমানপ্রশ্ন হচ্ছে টেবিলের উপর রাখা একটি বইকে পৃথিবী মহাকর্ষ বলে টানছে আবার টেবিল বইকে উপরের দিকে বল প্রয়োগ ।এখানে কি নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ হয়েছে ??

শনিবার, ১১ মার্চ, ২০১৭

গতিবিদ্যা কি -১ ??

নিউটনের গতিসূত্র -১

বিজ্ঞানী নিউটন তিনটি গতিসূত্র প্রধান করেন ।যথাঃ-

প্রথম সূত্রঃ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে ।


শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

গতিবিদ্যা কি ? ?

নিউটনের গতিসূত্র

স্যার আইজ্যাক নিউটনঃ বিজ্ঞানী নিউটন একজন ইংরেজ গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।তার জন্ম ১৬৪২ সালে এবং মৃত্যু ১৭২৭। বিজ্ঞানী গ্যালিলিও যে সকল সূত্র আবিষ্কার করেন তার পূর্ণ রূপ দান করেন নিউটন। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষণের মাধ্যমে তার সত্যতা যাচাইের বৈজ্ঞানিক ধারণা নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা প্রতিষ্ঠা করেন। গাছ থেকে আপেল পড়া থেকে চিন্তাভাবনা ও পর্যবেক্ষণের মাধ্যমে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। তিনি বস্তুর গতি সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন। গণিতে ক্যালকুলাস ও লেন্সের সূত্র প্রবর্তন করেন।নিউটন বলবিদ্যার জনক ও টেলিস্কোপ আবিষ্কার করেন।


আজকে আমরা নিউটনের গতি সূত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়