নিউটনের গতিসূত্র -2
আজ নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো ।
দ্বিতীয় সুত্রঃ
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের
সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেদিকে ঘটে ।
F=ma
অর্থাৎ, বল= ভর *
ত্বরণ
ভরবেগ কি ?
বস্তুর ভর ও বেগের
গুণফল কে ভরবেগ বলে ।ভরবেগ কে p দ্বারা প্রকাশ
করা হয় । কোন বস্তুর ভর(m) ও তার বেগ(v) হলে..................p=mv
এটি একটি ভেক্টর রাশি । এর
দিক বেগের দিকে ।
ভেক্টর
রাশিঃ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন
হয় তাদেরকে ভেক্টর রাশি বলে ।
ভরবেগের সাথে জড়তার সম্পর্ক
কোন
বস্তুর জড়তার পরিমাপ হচ্ছে ভর ।যেহেতু ভর ও বেগের গুণফল হচ্ছে ভরবেগ । তাই যেই
বস্তুর ভরবেগ বেশি তার
জড়তা তত বেশি । এখন দুইটি বস্তু, প্রথম বস্তুর
ভর ৪০ kg ও এর বেগ ৫ m/s দ্বিতীয় বস্তুটির ভর ২০ kg ও এর বেগ ১০ m/s । কোন বস্তুটির জড়তা বেশী ??
প্রথম বস্তুর জড়তা বেশী কারণ
যে বস্তুর ভর বেশী তার জড়তা বেশী ।দুইটি বস্তুর ভরবেগ সমান হলেও প্রথম বস্তুর ভর বেশী হওয়ায় এর
স্থিতি জড়তা বা গতি জড়তার পরিবর্তন করতে বেশী পরিমাণ বল প্রয়োগ করতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন