পড়ন্ত বস্তু
কোন বস্তুকে উপর থেকে ছেড়ে
দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায় তাদেরকে পড়ন্ত বস্তু বলে ।একই উচ্চতা থেকে
একই সময় একটি ভারী ও একটি হলকা বস্তু ছেড়ে দিলে এগুলো একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে কি
? না পৌঁছাবে না কারণ বায়ু এদেরকে বাধা প্রদান করবে ।বস্তু দুইটি তখনই পৌঁছাবে যখন
এদের মধ্যে বাধা দানকারী কোন মাধ্যম অর্থাৎ বায়ু না থাকবে ।আমরা জানি অভিকর্ষ বল বস্তুর
ভরের উপর নির্ভর করে না ।এখন প্রশ্ন হচ্ছে, বায়ুশূন্য মাধ্যমে একটি
ভারী পাথর ও একটি পালককে উপরের দিকে নিক্ষেপ করলাম তারা কি একই সময়ে মাটিতে পৌঁছাবে
???