প্রশম ইলেকট্রোফাইল: যে সকল ইলেকট্রনাকর্ষী বিকারক আধানযুক্ত নয় কিন্তু এদের কেন্দ্রীয় পরমানু ইলেকট্রন-স্বল্প তথা অষ্টক অপূর্ণ থাকে, তাদেরকে প্রশম ইলেকট্রোফাইল বলে। যেমন: বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিমাম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড ইত্যাদি। .
প্রশম নিউক্লিওফাইল: যে সকল কেন্দ্রাকর্ষী আধানবিহীন নিরপেক্ষ বিকারকের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলে। যেমন: অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল ইত্যাদি
প্রশম নিউক্লিওফাইল: যে সকল কেন্দ্রাকর্ষী আধানবিহীন নিরপেক্ষ বিকারকের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলে। যেমন: অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল ইত্যাদি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন